
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাতে সুলতানপুর মাছ বাজারে সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি আলহাজ্ব আ.স.ম আবদুর রব এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুর আলী মোড়ল, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম বাবু প্রমুখ। ওয়াজ মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাওলানা মোস্তফা মাহবুবুর আলম, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আমিনী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান।