
সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলের জীবন-ঝুঁকিপূর্ণ বননির্ভরতা কমিয়ে নারীদের বিকল্প জীবিকায় উদ্বুদ্ধ করতে “বিকল্প কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ব্যবসা বিষয়ক প্রশিক্ষণ” আজ শনিবার (২৮-০৭-২০২৫) থেকে শুরু হয়েছে। প্রশিক্ষণটির আয়োজক বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং এটি বাস্তবায়িত হচ্ছে Securing Carbon Project-এর আওতায় এবং গবেষণা সহযোগী হিসাবে রয়েছেন (ULAB) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ।
আজকের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহন কুমার মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন লিডার্স -এর প্রোগ্রাম ম্যানেজার এ.বি.এম. জাকারিয়া। প্রশিক্ষণটির সঞ্চালনা করেন ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে সুন্দরবনের ওপর নির্ভরশীল একদল সাহসী ও সংগ্রামী নারী অংশ নিচ্ছেন, যারা নিজেদের জীবনে স্থায়ী পরিবর্তন আনতে আগ্রহী। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন রনজিৎ কুমার মণ্ডল, যিনি Protect Loss and Damage Project-এর টিম লিডার হিসেবে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করছেন।
এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী নারীদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবিকা গড়ে তুলতে পারেন।
লিডার্স আশা করে, এই উদ্যোগ ভবিষ্যতে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।