সিরাজুল ইসলাম, শ্যামনগর: বাংলাদেশের সর্ব বৃহত্তর বন সুন্দরবনে পর্যটক প্রবেশের পাশ উন্মুক্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় বুড়িগোয়ালিনীর আকাশ নীলা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে সুন্দরবন সুরক্ষা কমিটি সাতক্ষীরা ও সুন্দরবন ম্যানগ্রোভ অপারেটর এ্যাসোসিয়েশনের আয়োজনে বোট মালিক শ্রমিক ও স্থানীয় ব্যাবসায়ীদের নিয় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গাজী সালাহউদ্দিন বাপ্পির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্য সচিব আহসানুর রহমান রাজিব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু, টুরিস্ট ব্যবসায়ী সোনার বাংলা গুরুপের পরিচালক নাজমুল সাহাদত পলাশ, সাংবাদিক আব্দুল হালিম, হুদা মালী, আনিচুর রহমান,ফজলুল হক, মাছুম বিল্লাহ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের সুন্দরবনে ভ্রমণের জন্য প্রবেশের, দ্রুত পাশ পারমিটের জন্য বন বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।