
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে বনদস্যু দুলাভাই বাহিনীর সক্রিয় দুই সদস্যকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনগন। শনিবার(৮নভেম্বর) ভোর ৬টার দিকে গাবুরা খেয়াঘাট দিয়ে সুন্দরবনে প্রবেশের সময় স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফার নেতৃত্বে স্থানীয় জনগন ধাওয়া দিয়ে ওই দুই বনদস্যুকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র তৈরী কাজে ব্যবহৃত শতাধিক স্প্রীং, দা, হাতুড়ি, কুড়াল ও শাবল সহ অনান্য মালপত্র জব্দ করা হয়।
আটক দুই বনদস্যু হলেন- ৩নং কয়রা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে বিল্লাল গাজী (৩০) ও দাকোপ থানার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে আজহারুল খাঁর (২৮)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

