আব্রাহাম লিংকন, শ্যামনগর: স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের আয়োজনে ও ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের প্রতিষ্ঠাতা মো. আলফাত হোসেন এর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উপদেষ্ঠা গাজী মনিরুজ্জামান মিশুক। চিকিৎসা সেবা প্রদান করেন ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. আছিয়া আক্তার (স্বপ্না)। সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আলিফ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, মরিয়ম পারভীন, আমিনুর গাজী, মেডিকেল ক্যাম্পটির বিশেষ ব্যবস্থাপক ল্যাব এইড ফার্মার এরিয়া ম্যানেজার হাসানুজ্জামান সুজন, সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের উপদেষ্টা জিএম আমিনুর রহমান ও সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত প্রায় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।