
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকায় সীমান্ত প্রেস কাবের কমিটি গঠন করা হয়েছে। ০১ লা নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় সীমান্ত প্রেস কাবের অস্থায়ী কার্যালয় বন্ধন স্টুডিতে কমিটি গঠন উপলে আলোচনা সভা সিনিয়র সাংবাদিক , সীমান্ত প্রেস কাবের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রস্তাবনায় উপর বিস্তারিত আলোচনান্তে সীমান্ত প্রেস কাবের কমিটি গঠন করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির , মোঃ রফিকুল ইসলাম , মোঃ আকতার হোসেনসহ সর্ব সন্মতিক্রমে সীমান্ত প্রেস কাবের কমিটিতে মোঃ নূরুন্নবী ইসলাম ইমন সভাপতি, জি,এম, মহাসীন হুদা সিনিয়র সহ-সভাপতি, মোঃ শাহিন আলম সহ-সভাপতি, জি,এম, আব্রাহাম লিংকন , সাধারণ সম্পাদক, মোঃ খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক সম্পাদক, জি,এম, শাহিদুজ্জামান লিয়ন , সাংগঠনিক সম্পাদক, মোঃ আবু সাঈদ খোকন, দপ্তর সম্পাদক, মোঃ ইদ্রিস আলী , কোষাধ্যক্ষ , মোঃ মমিনুর রহমান , প্রচার ও প্রকাশনা সম্পাদক , মোঃ ইউনুস আলী ,মোঃ নাহিদুল ইসলাম , মোঃ মোস্তফা আল মাদানী ও মোঃ আবু সাঈদ জীবনকে কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

