
বিনোদন ডেস্ক :
শবনম ফারিয়া। মডেল ও অভিনেত্রী। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’। এ নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
কেমন আছেন? কোয়ারেন্টাইনের সময় কীভাবে কাটছে?
ভালো নেই। সারা বিশ্বে এমন পরিস্থিতিতে কেই বা ভালো থাকে বলুন! সবসময় উদ্বিগ্ন থাকতে হচ্ছে। শুটিং বন্ধ হয়েছে বেশ কিছুদিন হলো। এখন বাসায় সময় কাটছে। বই পড়ছি, সিনেমা দেখছি। তবে বাসায় সময় কাটানো কঠিন হলেও কাজে লাগানোর চেষ্টা করছি। তবে সবার কাছে অনুরোধ করব এই সময়টা বাসায় থাকার জন্য। কারণ এই মহামারি রুখতে হলে আমাদের প্রত্যেককেই পরস্পরের পাশে দাঁড়াতে হবে। নিজে ও অন্যকে সুস্থ রাখার জন্য বাসায় থাকায় প্রয়োজন।

ভিন্ন প্রসঙ্গ- অনেক দিন ধরে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকটি প্রচার হচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন?
নাটকটি দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। এখানে শুধু আমার অভিনীত চরিত্র ‘রুমা’কে নিয়েই নয়; অন্যান্য চরিত্র নিয়েও দর্শকের নানারকম ইতিবাচক মন্তব্য শুনতে পাই। এই নাটকের চরিত্রগুলোয় চেনাজানা মানুষের ছায়া খুঁজে পেয়েছেন বলেও দর্শক জানিয়েছেন। দর্শকের এই ভালো লাগার পেছনে সহশিল্পীদের পাশাপাশি নির্মাতা মোস্তফা কামাল রাজেরও ভূমিকা রয়েছে।
এ জন্য ইউটিউবে, নাকি টেলিভিশনে দর্শকের বেশি প্রতিক্রিয়া পেয়েছেন?
নাটকটি নিয়ে সবার মধ্যে অনেক আলোচনা হচ্ছে। অনেকেই বলছেন, পুরো পরিবার নিয়ে অনেক দিন পর ধারাবাহিকটি উপভোগ করা যাচ্ছে। চরিত্রগুলোর সঙ্গে দর্শক বেশ পরিচিত। রুমার মতো ছোট বোন অনেকের বাড়িতেই আছে, সেলিম ভাইয়ের মতো বড় ভাই আছে। মা আছেন, যিনি একটা সময়ের পর একটু অসহায় হয়ে যান, ছেলেমেয়েদের ওপর নির্ভরশীল হয়ে যান। এই গল্পগুলো খুবই কাছের। টেলিভিশনে বিভিন্ন কারণে দেখতে পারেন না। মানুষের প্রতিক্রিয়ার বেশিরভাগই আসে ইউটিউব থেকে।
নতুন সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা আছে?
এই মুহূর্তে নেই। প্রথম ছবি ‘দেবী’ দিয়েই দর্শকের ভালোবাসা পেয়েছি। ছবিটি দেখে দর্শক যে ভালোবাসার বহিঃপ্রকাশ আমার প্রতি দেখিয়েছেন, তা আগামীতে কাজের ব্যাপারে অনেক সতর্ক করে তুলেছে। তাই সিনেমায় বুঝেশুনেই অভিনয় করতে চাই। যে জন্য নতুন ছবিতে অভিনয়ে একটু সময় নিচ্ছি। ‘দেবী’ মানের কাছাকাছি ছবির অফার এখনও পাইনি। ভালো ছবি না হলে কাজ করার ইচ্ছা নেই। কবে নাগাদ নতুন ছবিতে অভিনয়ের ঘোষণা দিতে পারব, তা বলতে পারছি না।