সংবাদদাতা:
সামান্য বৃষ্টি হলেই পাটকেলঘাটা বাজারের প্রতিটি রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শনিবার বেলা ১১ টার দিকে এক পশলা বৃষ্টি হয়। এতে করে বাজারের সমস্ত রাস্তা ঘাট কাঁদা পানিতে একাকার হয়ে যায়।
থানা সদরের প্রতিটি রাস্তায় চলাচল করা খুবই কষ্টকর। পাটকেলঘাটা হাইস্কুল রোডের প্রবেশের মুখের কালভার্টটি দীর্ঘদিন ভাঙ্গা অবস্থায় রয়েছে। সেই সাথে ঐ রাস্তায় পথচারীরা চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। খেয়া ঘাট রোডে বাজারের সবচেয়ে বড় মাদ্রাসা ও মসজিদ অবস্থিত। প্রতি ওয়াক্তে শত শত মুসুল্লী নামাজ আদায় করতে যায়।
রাস্তার ইটগুলি পড়ে রয়েছে কাত চিৎ হয়ে। পাঁচ রাস্তার মোড়ের প্রথমে বৃষ্টি না হলেও পানি কাঁদা সব সময় দেখা যায়। টাওয়ার রোডে কয়েক বছর আগে পিচ ঢালাই হয়েছিল কিন্তু বর্তমানে পিচের কোন চিহ্ন নেই। এদিকে পাটকেলঘাটা বলফিল্ড রোডের অবস্থা খুবই নাজুক। এই রাস্তা দিয়ে একবার কেউ ভুলক্রমে আসলে দ্বিতীয়বার আসার কথা চিন্তাও করে না।
একটু পানি হলে হাটু অবধি পানি বেধে থাকে। এছাড়া ছোট বড় গর্তে রাস্তাটি ঝুঁকিপূর্ণ। গরুহাটা রোডের রাস্তার পিচ কবে দেওয়া হয়েছে তা এলাকাবাসী বলতেও পারেন না।