নিজস্ব প্রতিবেদক:
‘ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসি’ ¯স্নে সুন্দরবন দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় শহরের নিউমার্কেট মোড় শহীদ স.ম.আলাউদ্দিন চত্বরে মানববন্ধন কর্মস‚চি পালিত হয়। সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার আয়োজনে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে জেলার বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি সুব্রত হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.হোসেন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের চেয়ারম্যান রিপন হোসেন, সদস্য ফতেমা তুজ জোহরা তিশা। ইন্টারন্যাশনাল ইউথ চেঞ্জ মেকার সাতক্ষীরার সভাপতি তরিকুল ইসলাম অন্তর। ভিবিডির প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল, সাবেক ট্রেজারার হাবিবুর রহমান হাবিব।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান ত‚র্য, সুভা হালদার, শাহিন আহমেদ, ইরতেয়াজ হাসান রুমেল, আশরাফুল ইসলাম জিকু, শুভংকর দে প্রমুখ। এসময় বক্তারা ১৪ ফেব্রæয়ারি সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল।
সুন্দরবন উপক‚লীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাকবচ। তাই যেকোনো ম‚ল্যে আমাদের প্রাকৃতিক এই সুরক্ষা দেয়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সঙ্গে সুন্দরবনের ক্ষতি হয়, এমন যেকোনো কর্মকান্ড থেকে সরে আসার আহ্বানও জানান সেচ্ছাসেবীরা।