
আহাদুর রহমান: সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় স্টেজে উঠা নিয়ে বচসার জেরে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাড. সাইদুজ্জামান জিকো আহত হয়েছে। তিনি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু স্টেজে উঠতে গেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা ওয়াহেদ পারভেজের অনুসারী আব্দুল্লাহ আল মামুন তাকে কিল, ঘুষি, লাথি মেরে ফেলে দেয়। পরে জনসভা শেষে সন্ধ্যায় একই বিষয় নিয়ে বাকবিতন্ডায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড. সাইদুজ্জামান জিকোকে ছুরিকাঘাত করে মামুন। আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও যুবলীগ কর্মী।
এদিকে একই সময় মিঠুন ব্যানার্জী, বাপ্পী, জাহাঙ্গীর আলম, রশিদ মিলে সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স পড়ুয়া ছাত্রলীগ কর্মী ইফতেখারকে (১৯) মারপিট করে।
রাতে সার্কিট হাউজে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় গাবুরার চেয়ারম্যান শফিউল আযম লেলিন ও সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবির মাঝে বাকবিতন্ডা হয়।