নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুইজারল্যান্ডের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থা ও সি ডাব্লিউসিএস এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের মানব পাচার প্রতিরোধে বিদ্যমান সুযোগ, চ্যালেঞ্জ এবং করনীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
‘আশ্বাস: মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পটি মূলত বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের কাউন্সেলিং ও আইনি সেবা প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করছে।
উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
সভায় বক্তারা বলেন, সভ্যতা বিবর্জিত জঘন্য অপকর্ম ‘মানব পাচার’ একটি সামাজিক ব্যাধি। মানব পাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। নিজেকে এবং অন্যদেরকে পাচারের হাত থেকে রক্ষা করুন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সহায়তা করুন। আপনার অধিকারগুলো জানুন এবং সব সময় সেগুলো আদায় করার চেষ্টা করুন। পছন্দের দেশ বা চাকরিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার পূর্বে ঝুঁকিগুলো যাচাই করুন। আপনার ভবিষ্যৎ আপনি নিজেই স্থির করুন এবং জেনে ও বুঝে আপনার সিদ্ধান্ত নিন।
উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমগ্র কার্যক্রমকে ভালো উদ্যোগ বলে আখ্যায়িত করেন।
উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। সমগ্র সেশন পরিচালনা করেন অগ্রগতি সংস্থার প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির পরামর্শ সভা
পূর্ববর্তী পোস্ট