
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরায় নতুন করে ২৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। সকলেই ঢাকা থেকে আগত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার সন্ধ্যা ৬ টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়ে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা.জয়ন্ত কুমার জানান, ২৩ জন দেবহাটা উপজেলার ও একজন আশাশুনি উপজেলার করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। দেবহাটা উপজেলার ২৩ জন ঢাকা থেকে ফিরেছেন। আশাশুনির একজনের বিষয়ে জানা যায়নি এখনো।
তিনি বলেন, এছাড়া করোনা রিপোর্ট পজেটিভ হাতে পাওয়া ব্যক্তিরা এখন কোথায় রয়েছে সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে বাড়িতেই থাকার কথা। আমরা তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, গত পহেলা মে তারা ঢাকার নারায়নগজ্ঞ থেকে সাতক্ষীরার দেবহাটায় আসে। তাদেরকে আটক করে দেবহাটা খান বাহাদুর আহসান উল্লাহ্ কলেজে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। তার ৩-৪ দিন পর সেখানে একজনের করোনা পজেটিভ ধরা পড়ে। সে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে, আজ (রোববার) যাদের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে তাদের দুইদিন আগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়। বিষয়টি আমাদের জানানো হয়নি।
তিনি বলেন, আক্রান্ত ২৩ জনের বাড়ি দেবহাটা উপজেলায়। সকলের বাড়ি লকডাউন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কাজ শুরু করেছি। তাদের নাম-ঠিকানা আমাদের হাতে রয়েছে।