
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তান স্কুল শিক্ষিকাকে চাপ সৃষ্টি করে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে রেজা নামে এক প্রতারক। ঘটনার বিবরণে ওই স্কুল শিক্ষিকা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, গত বছরের ১৮ নভেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আলিপুর এলাকার খবির উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম রেজা ইসলামি শরিয়া মোতাবেক তাকে বিয়ে করেন। বিয়ের পরে প্রতারক রেজা তাকে বলে বিয়ের সম্পর্ক এখন গোপন রাখতে হবে কাউকে বলা যাবে না।
বিয়ের সময় সাতক্ষীরার আলিপুরের আঃ সালাম, সহিদুল ইসলাম, শিকড়ীর মহিউদ্দিন স্বাক্ষী ছিলেন। বাকীতে দুই লক্ষ টাকার দেনমোহরে তাদের বিবাহ সম্পান্ন হয়। যার বই নং-৫৫, পেজ নং-৩৮, তাং-১৮/১১/২০ ইং। বিবাহ পড়ান-নিকাহ রেজিস্ট্রার আলহাজ্ব মাওঃ রওশন আলম। বিয়ের পর থেকে চতুর রেজা শিক্ষিকার নিকট থেকে ভালোবাসার অভিনয়ে বিভিন্ন দফায় নেন মোটা অংকের টাকা। কিন্তু বিয়ে দীর্ঘ দিন হয়ে যাওয়ার পরেও তাকে ঘরে তুলে না নেওয়ার ঘটনায় তিনি বিষয়টি এলাকায় প্রকাশ করে দেন। এনিয়ে তাদের দুই জনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই প্রতারক রেজা
স্কুল শিক্ষিকাকে বিভিন্ন সময় মানসিক ও শাররিক নির্যাতনসহ যৌতুক দাবী করে হয়রানী করে আসছে। এমনকি তাদের বাড়ীতে বিভিন্ন লোকজন পাঠিয়ে নানা ভাবে ভয় প্রদর্শনের মাধ্যমে হয়রানী করে আসছে। এক পর্যায়ে প্রতারক রেজার চাপের মধ্যে পড়ে ওই স্কুল শিক্ষিকা তাকে তালাক দিতে বাধ্য হয়েছে। এই তালাক দেওয়ার পরেও প্রতারক রেজার অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই স্কুল শিক্ষিকা। ওই স্কুল শিক্ষিকা বিষয়টি নিয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।