আব্রাহাম লিংকন, শ্যামনগর থেকে: শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার মধ্যভাগে রাজবাড়ীতে দুপক্ষের বিরোধে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছে। আহত মামুন (৩০) শ্যামনগর উপজেলার ন‚রনগর ইউনিয়নের দক্ষিণ হাজিপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে।
ঘটনাস‚ত্রে জানা গেছে, ভারত থেকে সীমান্ত দিয়ে আরিফ ওরফে গুলি পাতার বিড়ি সহ বিভিন্ন কসমেটিক সমগ্রী পাচার করে থাকে। তার সহযোগী হিসেবে মামুন কাজ করে। ৩ নভেম্বর রাত ৯ টার দিকে মামুন আরিফের বাড়ি থেকে তার স্ত্রী ও সন্তানকে শশুরবাড়ী মোটরসাইকেল যোগে নিয়ে আসার সময় রাজবাড়ী কলেজ সংলগ্ন এলাকায় মামুনের মোটরসাইকেল গতিরোধ করে বাপ্পি, সুমন ও লিটন। এসময় মামুনকে ছুরিকাঘাত ও গুলি করে তারা পালিয়ে যান। পাশ্ববর্তী দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় আহত মামুনকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হালিমুর রহমান বলেন, বাপ্পিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখানো কেউ অভিযোগ করেনি।