
সাতনদী ডেস্ক:
সাতক্ষীরার অতি. পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ পদোন্নতি পেয়ে গাজিপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার হয়েছেন। সারাদেশে বিসিএস পুলিশ ক্যাডারের পুলিশ সুপার পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের কাউকে বদলি এবং কাউকে পদায়ন করা হয়েছে।
এবারের পদোন্নতি পুলিশ কর্মকর্তরা ২৫তম বিসিএস ব্যাচের কর্মকর্ত। আরো আগে পদন্নোতি পাওয়া সত্ত্বেও পদ খালি না থাকায় তারা ইনসিটো হিসেবে নিজ নিজ স্থানে কর্মরত ছিলেন।