নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক শহিদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল- মামুন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উম্মে হাবিবা, সিনিয়র শিক্ষক মো. আসাদুজ্জামান, শেখ তাজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, আনোয়ার কবির, রেজানুল করিম, মো. হেদায়েত উল্লাহ পলাশ প্রমুখ।
দিবসটি উপলক্ষে যথাযথ মর্যাদায় সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও প্রভাত ফেরিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, কুইজে অংশগ্রহণ কর। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ পালিত হয়েছে। মঙ্গলবার (২১ফেব্রুয়ারি) বিদ্যালয় চত্ত্বরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভায় মহান একুশের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদ, সিনিয়র শিক্ষক মো. সিরাজুল ইসলাম, মো. আবুল হাসান, মো. মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল প্রমূখ।
কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রভাত ফেরী, প্রভাতফেরী শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ। এসময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোবাশশ্বেরুর রহমান।
যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রভাত ফেরি করে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, বিদ্যোৎসায়ী সদস্য মুহ: মুনজুরুল হক, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ। এসময় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থী বন্ধুদের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থী বন্ধুদের সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হন এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থী বন্ধুরা। ৫২ এর ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে শহিদ বেদীতে পূস্তস্তবক অর্পণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থী মিনহাজ আহমেদ, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজু, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মাহফুজার রহমান, এস.কে আজিম, মীর মোশারফ হোসেন মন্টু, আব্দুস সবুর, লিটু, শাকিলা, মঈন, মো. ইয়াকুব আলী, সৈয়দ একতিয়ার আলী তিতু, ডা. রেজা, বকুল, মো. আব্দুল্লাহ, শেখ মাসুদ আলী, মো. বাবর আলী, রবীন মন্ডল, গৌতম, বিদ্যুৎসহ এসএসসি-৮২ ব্যাচ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দোয়া ও আলোচনা সভা
মাহফিজুল ইসলাম আককাজ :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় শহিদ দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসা অধ্যক্ষ’র অফিস কক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাতক্ষীরা আহছানিয়া মিশন ল্লিাহ বোডিং কাম এতিমখানার সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নাছির উদ্দীন। অনুষ্ঠানে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ডিবি ইউনাইটেড হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযথ মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ডিবি ইউনাইটেড হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রভাত ফেরি করে সাতক্ষীরা শহিদ মিনারে শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক মো. মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা প্রভাত ফেরি করে বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, অভিভাবক সদস্য মো. ইলিয়াছ হোসেন বাবু, নুরুল ইসলাম, জেলা জাতঅয় পার্টির নেতা কানাইলাল সাহা, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, আকলিমা খাতুন, লুৎফুন্নাহার ডালিয়া, ফয়জুল হক বাবু ও মো. মুকুল হোসেন প্রমুখ। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ডিবি ইউনাইটেড হাইস্কুলের শহিদ মিনারে পূষ্পস্তবক অর্পণ করে ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের প্রধান উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম, সহসভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), ডা. জিয়াউর রহমান, খোরশেদ আলম, আবু তালেব, শামছুর রহমান সোনা, ভৈরব চন্দ্র পাল, মফিজুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিবি ফ্রেন্ডস স্পোটিং ক্লাব ১৯৮৬ সাল থেকে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, ২৬ শে মার্চ, ১৬ই ডিসেম্বর, বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শোক দিবসসহ দেশের জাতীয় দিবসগুলি যথাযথ মর্যাদায় পালন করে আসছে।