মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: বাংলাদেশের সমাজে ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতার প্রেক্ষাপটে নেতৃত্বের বিকাশ ঘটানোর এক অনন্য উদ্যোগ পরিবর্তন নির্মাতাদের কোর্স ফোর্ব সাতক্ষীরায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ইয়থ ইন্ডিং হাঙ্গার এর আয়োজনে ইউকেএইড ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী এই কোর্সটি ১২ ও ১৩ নভেম্বর সাতক্ষীরার ম্যানগ্রোভ শোভাঘরের হল রুমে সম্পন্ন হয়। এই প্রশিক্ষণে ২০ জন ” তরুণ তরুণী উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
এই দুই দিনব্যাপী প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল সমাজের ভিন্নতা ও সহনশীলতার গুরুত্ব অনুধাবনকারী একদল সাহসী অগ্রগামী নেতা তৈরি করা। অংশগ্রহণকারীরা ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের একটি শক্তিশালী ভিত তৈরিতে নেতৃত্ব দেবেন। বক্তারা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিশ্রুতির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এই সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ পবিত্র মোহন দাশ প্রেসিডেন্ট জেলা ফোরাম ফোর্ব এবং হারমনি, হেনরি সরদার ভাইস প্রেসিডেন্ট জেলা ফোরাম ফোর্ব, হারমোনি অধ্যক্ষ আশেক ই-ইলাহী এডভাইজার জেলা ফোরাম ফোর্ব হারমোনি, এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার মাকসুদা খানম ও রুবিনা আক্তার, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সেতু গাইন, ইয়ুথ লিডার রুদ্র রায়, তাপস সরকার এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, এই কোর্সের অংশগ্রহণকারীরা হলেন সেই পরিবর্তনের সক্রিয় বাহক। তাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ নির্মাণ করা, যেখানে প্রত্যেক নাগরিক তার বিশ্বাস নির্বিশেষে সমান মর্যাদা ও অধিকার ভোগ করে। এই উদ্যোগটি সমাজের বৈচিত্র্যকে সম্মান জানিয়ে সহনশীলতা ও সম্মানের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ কেবল একটি সমাপ্তি নয়, বরং এটি নতুন অধ্যায়ের সূচনা। অংশগ্রহণকারীরা এখন থেকে তাদের নিজ নিজ সমাজে পরিবর্তনের সক্রিয় বাহক হিসেবে কাজ করবেন। কোর্সের মাধ্যমে প্রাপ্ত জ্ঞান ও নেতৃত্বগুণ ব্যবহার করে তারা ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা যাচ্ছে।

