
আব্দুর রহমান, সাতক্ষীরা: চলতি মৌসুমে সাতক্ষীরায় আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে। এর মধ্যে ইতোমধ্যে ৮৬ হাজার ৭৩১ হেক্টরে রোপণ সম্পন্ন হয়েছে। টানা বর্ষণে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিলেও পানি নামার সাথে সাথে রোপণ অব্যাহত রয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমন ধান চাষ হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।
সবচেয়ে বেশি জমিতে রোপণ হয়েছে সদর উপজেলায়—১৭ হাজার ৫৮৫ হেক্টরে। কৃষকরা জানান, কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতায় তারা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, “কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের চাহিদা অনুযায়ী সার ও কীটনাশক মজুত রাখা হয়েছে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, গত বছর ৮৮ হাজার ৬৫০ হেক্টরে আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছিল। এ বছর আগাম জাতের ধান বেশি রোপণ হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।