
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের প্রাক্কালে ৩ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক ভোমরা বিওপি’র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের প্রাক্কালে একই পরিবারের ৩ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলেন, ক্ষীতিশ মন্ডল (৩৫), পিতা- মহাদেব মন্ডল, মুক্তা মন্ডল (২৬), স্বামী- ক্ষীতিশ মন্ডল, প্রেমা মন্ডল (১০), পিতা- ক্ষীতিশ মন্ডল গ্রাম-পাটনীখালী, পোষ্ট- হাতিয়ার ডাংগা, থানা-কয়রা, জেলা-খুলনা।
আটকের বিষয়টি লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ, পিএসসি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন।