প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শহরের পলাশপোলস্থ জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমানের সভাপতিত্বে দীর্ঘ আলোচনান্তে এ সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সর্ব সম্মতিক্রমে দৈনিক আলোর পরশ এর সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেনকে আহবায়ক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালামকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, দৈনিক সংবাদ ও দি নিউ নেশন পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমান, দৈনিক কাফেলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক ঢাকার ডাক পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ আব্দুল আলিম।
এছাড়া আগামী ৩ মাসের মধ্যে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের একটি পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দি ডেইলি পিপুলস লাইফ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম, দৈনিক বিকাল বার্তার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, দৈনিক আমার বার্তা পত্রিকার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু বকর, দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক আজাদ পত্রিকার জেলা প্রতিনিধি হাফেজ মোঃ আবুল হোসেন, দৈনিক নব অভিযান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, দৈনিক আজকের জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ আলী, দ্যা নিউজ প্লাস টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুল্লাহ বাহার, দি ডেইলি মর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন, পাক্ষিক নির্ভীক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন জনি প্রমুখ।