নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদ্যাপন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জাতীয় সংঙ্গীত পরিবেশনা ও বৈশাখী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টর চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ, মো. আলাউদ্দিন, মো. মমতাজ হোসেন, ফাতেমা নাসরিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আনিছুর রহমান।