নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মোবাইল ছিনতাই হয়েছে। ঘটনাটি শনিবার দুপুর সাড়ে ১২টার সময় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসের ব্যবস্থাপনা বিভাগের সামনেই হয়েছে। কতিপয় মাদকসেবী এ ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছে ভিকটিম। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় ফাহিম ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাহিম ইসলাম শনিবার দুপুর সাড়ে ১২টার সময় নিজ ডিপার্টমেন্টে যাওয়ার সময় (ম্যানেজমেন্ট) তাদের পথ রোধ করে কতিপয় মাদকসেবী। তারা হলো রাজারবাগান এলাকার আফ্রিদি হাসান আশা, সুলতানপুরের শিমুল হোসেনে ছেলে মেহেদী হাসান এবং মাছখোলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে রাকিব হাসান সহ আরও ৭-৮জন। এসময় তারা ফাহিম ও তার বন্ধু রোকনুজ্জামানের পথ রোধ করে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাচ্ছ। তখন তারা বলে আমরা ডিপার্টমেন্টে যাচ্ছি। আফ্রিদি তখন তাদের ডিপার্টমেন্টে না যেয়ে ফিরে যেতে বলে। কিন্তু ডিপার্টমেন্টে যাওয়া লাগবে বললে ফাহিম জানালে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধোর শুরু করে আফ্রিদি, মেহেদী, রাকিব সহ আরও ৭/৮জন। তারপর আফ্রিদি ফাহিমের কাছে থাকা আইফোন কেড়ে নেয়। তার কাছে থাকা নগদ ২হাজার টাকা নিয়ে মানিব্যাগ ছুঁড়ে ফেলে দেয়। সম্পূর্ণ ঘটনাটিই ডিপার্টমেন্টের সামনে ঘটে বলে অভিযোগ জানায় ফাহিম। পরে দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করে তারা।
সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মোবাইল ছিনতাই
পূর্ববর্তী পোস্ট