
ইয়ারব হোসেন: দায়িত্বে অবহেলার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল চন্দ্রকে শোকজ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার তাকে এ শো’কজ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল চন্দ্রকে ঝাউডাঙ্গা ইউনিয়নের ত্রান কার্যক্রম তদারকির জন্য দায়িত্ব প্রদান করা হয়। সরকারি চাল বিতরণ সঠিকভাবে হচ্ছে কি না তা দেখার জন্য গোপনে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করা হয়। এ সময় ট্যাগ অফিসার দুলাল চন্দ্র উপস্থিত ছিলেন না। বিষয়টি জানার সাথে সাথে দায়িত্বে অবহেলার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে শোকজ করা হয়েছে। তিনি বলেন ইউপি চেয়ারম্যান ও মেম্বরদেরও সতর্ক করা হয়েছে। ত্রান কার্যক্রমে কোন প্রকার অনিয়ম হলে ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।
এ ব্যপারে সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল চন্দ্র’র সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগ পাওয়া যায়নি।