আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ফুল ও মিষ্টি আদানপ্রদানের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দুই দেশের পুলিশ কর্মকর্তারা। আজ শুক্রবার(২১ এপ্রিল) দুপুর ২টায় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও ভারতের বশিরহাট মহকুমার এসপি ড. জবি থমাস নিজেদের মধ্যে ফুল ও মিষ্টি বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান, ডিআইও ১ ইয়াছিন আলম চৌধুরী,সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বশিরহাট থানার অফিসার ইনচার্জ সুরেন্দ্র কুমার সিং সহ বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দুই দেশের পুলিশ কর্মকর্তারা ভারত ও বাংলাদেশের অভ্যন্তরীন সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের ঘাটতি নেই এবং পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রয়েছে বলে মন্তব্য করেছেন ভারত ও বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা।