
আহাদুর রহমান:
সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে জেলা পুলিশ সদস্যদের তথ্য প্রদানের জন্য এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশ্নে উত্তের দিচ্ছেন বিএমএর সাধারণ সম্পাদক এবং স্বাচিপ এর সভাপতি ডা.মনোয়ার হোসেন
জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার) এর দিকনির্দেশনায় ও সভাপতিত্বে সাতক্ষীরা পুলিশ লাইন্সে স্বাস্থ্য বিষায়ক এ সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে পুলিশ সদস্যদের এ সভায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন বিএমএর সাধারণ সম্পাদক এবং স্বাচিপ এর সভাপতি ডা. মনোয়ার হোসেন। এসময় পুলিশ সদস্যরা করোনা সমস্যার মধ্যে দায়িত্ব পালনকালে নিজ স্বাস্থ্য সুরক্ষা করনীয় সম্পর্কে জ্ঞান লাভ করেন। সেই সাথে বিভিন্ন পরিস্থিতিতে করনিয় সম্পর্কে স্বাচিপ সভাপতির কাছ থেকে জেনে নেন।

সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্য
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ ইলতুৎ মিশ । অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান।
সভা শেষে পুলিশ সদস্যদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।