
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান আবারও জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। এ দিয়ে ১৮ মাসের কর্মস্থলে টানা ১৭ বার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে অনন্য কৃতিত্বের রেকর্ড গড়লেন তিনি। রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় জেলার সকল থানার জানুয়ারি মাসের কর্মতৎপরতা বিচার বিশ্লেষণ করে এ ঘোষণা দেওয়া হয়। সাতক্ষীরা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারি মাসে তার উদ্যোগে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামি, নিয়মিত মামলার আসামী, আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার, চোরাচালানী ও আইন- শৃঙ্খলা রায় বিশেষ ভূমিকা রাখায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরা থানার ওসি মোস্তাফিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন, হেড কোয়ার্টার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃইয়াছীন আলী, তালা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, আরও ওয়ান মোঃআজম খান, বিশেষ শাখার ডিআই ওয়ান মিজানুর রহমান, সাতীরা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হারুনুর রশীদ, ডিবির ওসি মহিদুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
উল্লেখ্য, গত ১৬/০৭/২০১৮ তারিখে মোস্তাফিজুর রহমান সাতক্ষীরা সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এরপর তিনি এক টানা ১৭ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ডিবি, দেবহাটা, আশাশুনি ও শ্যামনগর থানায় কর্মকাল অতিবাহিত করেছেন। মোস্তাফিজুর রহমান ২০০০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস, আই পদে যোগ দেন। ২০১২ সলে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন।
মোস্তাফিজুর রহমানের বাড়ি মেহেরপুর জেলার গাংনী গ্রামে। তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমানের পুত্র।