
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটকৃত যুবকের নাম রাসেল (২০)। সে কলারোয়ার ইলিশপুরের মেছের সরদারের ছেলে।
সাতক্ষীরা থানা পুলিশের সূত্র জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিন নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন্স) বিপ্লব কান্তি মন্ডল, এএসআই জাকির হোসেন, এএসআই শাহানুর আলম ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় শুক্রবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বাস স্টান্ডের সামনে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা সহ রাসেল কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান দৈনিক সাতনদীকে বলেন “মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার “উক্ত স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরা থানা পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ঝাউডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ২৫০ পিস ইয়াবাসহ রাসেল নামক এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, আটককৃতের নামে মামলা রুজু প্রক্রিয়াধীন।