
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে নির্বাচনী বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস- মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র কাযকরী সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম রবি, সেলিম রেজা মিঠু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের আহবায়ক মো. আব্দুল্লাহ সরদার, বাস মালিক সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান খান চোধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মহব্বত, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, মটর শ্রমিক আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে জেডিএলের নেতৃবৃন্দ ও মটর শ্রমিকদের মতামতের ভিত্তিতে আগামী ২৭ মে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-৫৫০ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এসময় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোটর শ্রমিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোটর শ্রমিক নেতা মো. হামিদুল ইসলাম।