
তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালা ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতিতে একক প্রার্থী হিসাবে সাংবাদিক এস.এম নজরুল ইসলাম কে মনোনীত করে সিধান্ত গ্রহন করা হয়েছে। সভায় দুই উপজেলার সিধান্ত সমূহ হুবুহ প্রকাশ করা হলো।
যৌথ বিবৃতিদাতারা হলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. মুনছুর আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহেল আলীম বাবু।
বিবৃতিতে উল্লেখ করা হয়- তালা উপজেলা জাতীয় পার্টির কার্যনিবাহী কমিটির সভা সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে এস. এম. নজরুল ইসলাম (এম.এ ইতিহাস, এলএলবি), পিতাÑমৃত এজাহার আলী সরদার, গ্রামÑশিবপুর, ডাকঘরÑতালা, উপজেলাÑতালা, জেলাÑসাতক্ষীরা। জাতীয় পার্টির পক্ষ থেকে একক প্রার্থী হিসাবে সর্বসম্মতিক্রমে সিধান্ত গ্রহন করা হয়।
জাতীয় পার্টির নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তি জাতীয় পার্টির বিরুদ্ধে চক্রান্ত করার জন্য জাতীয় পার্টির পরিবার ভুক্ত নয় বা তালা উপজেলা জাতীয় পার্টির বা জেলা জাতীয় পার্টির কখনও কোন সদস্য নয় বা তালা-কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাথে তার কোর সম্পর্ক নেই এবং এআসনের নির্বাচনী এলাকার দলীয় কোন কর্মকান্ডে কখনও তাকে দেখা যায়নি। এমন জনবিচ্ছিন্ন ব্যক্তি তৃতীয় পক্ষের অর্থায়নে সুসংগঠিত দলের অনুমতি ছাড়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছে তার ব্যক্তিগত দায়িত্বে এর সাথে তালা ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির কোন রুপ সম্পর্ক নেই।
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ১০৫ সাতক্ষীরা-১ আসন থেকে দুটি নাম কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণের সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত নাম দুটি হলোÑ১) এস. এম. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ও সভাপতি তালা উপজেলা জাতীয় পার্টি। ২) এম. মুনছুর আলী, সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ও সভাপতি কলারোয়া উপজেলা জাতীয় পার্টি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাতক্ষীর-১ আসনে থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে দুটি নাম প্রেরণ করা হলেও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভায় সর্ব সম্মত ভাবে কলারোয়া উপজেলা জাতীয় পাটির সভাপতি এম. মুনছুর আলী তার নাম প্রত্যাহার করে একক প্রার্থী হিসেবে এস. এম. নজরুল ইসলামকে সমর্থন করে সিধান্ত গ্রহন করে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন।
প্রকাশ,জাতীয় পার্টির নাম ব্যবহার করে জনবিচ্ছিন্ন জাতীয় পার্টির পরিবার বহির্ভূত ব্যক্তিকে দিয়ে তৃতীয় পক্ষ জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্ত করার জন্য মনোনয়ন পত্র ক্রয় করেছে। মনোনয়ন উত্তোলনকৃত ব্যক্তি সাথে তালা-কলারোয়া জাতীয় পার্টির কোনরুপ সম্পর্ক নাই। জাতীয় পার্টির নাম ব্যবহারে পার্টির সিধান্ত বহির্ভূত ব্যক্তির একক সিদ্ধান্তে মনোনয়নপত্র ক্রয় ও প্রচার করা তালা ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে বিবৃতি প্রদান করেছেন এবং চক্রান্তের সাথে জড়িতদের রুখতে তীব্র ও প্রতিবাদ জানানো হয়।

