কলারোয়া ব্যুরো: কলারোয়ায় সংখ্যালঘু স্বার্থবান্ধব সাত দফা বাস্তবায়নের দাবিতে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৫ টায় কলারোয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস মার্কেটের নিজস্ব কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়। সমাবেশে বক্তারা বলেন, শারদীয় দুর্গা উৎসব আগত। আর পূজাকে কেন্দ্র করে সারাদেশে একটি মহল অশুভ কর্মকাণ্ড চালাতে তৎপর। এছাড়া বিগত ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতিসহ সাত দফা দাবি আজও বাস্তবায়ন হয় নি। আমরা এর দ্রুত বাস্তবায়ন চাই। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি মাস্টার নিরঞ্জন ঘোষ, ঐক্য পরিষদের সহ সভাপতি সন্তোষ পাল, তাপস পাল, রবীন্দ্রনাথ ঘোষ, হরেন্দ্রনাথ রায়, উত্তম পাল, নিত্য গোপাল রায়, উত্তম কুমার ঘোষ, পরিতোষ ঘোষ সোনা, রামলাল দত্ত, পুতুল শিকদার, পরিমল পাল, লক্ষ্মণ দাস, সত্যপদ দাস, জয় দাস, উজ্জ্বল দাশসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।