
নিজস্ব প্রতিবেদক : দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দেবহাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি ও সোনালী ঘোষ দম্পতির একমাত্র পুত্র অর্ক ঘোষের শুভ জন্মদিন পালিত হয়েছে।
২ মে শুক্রবার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া ঘোষপাড়ায় নিজস্ব বাসভবনে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্ক ঘোষের জন্মদিন পালন করা হয়েছে ।
জন্মদিন অনুষ্ঠানে নিকট আত্মীয় স্বজন, বন্ধুরা ও পাড়া-প্রতিবেশীরা উপস্থিত ছিল। মহান সৃষ্টিকর্তার কৃপায় ২০১৫ সালের ২ মে এই দিনে লিটন ঘোষ বাপি ও সোনালী ঘোষ দম্পত্তির একমাত্র পুত্র অর্ক ঘোষ পৃথিবীতে আসে। জন্মদিনের কেক কাটার পর অর্ক ঘোষের দাদুভাই ভূমি জরিপকারী (সার্ভেয়ার ) চিত্ত আমিন অর্ক ঘোষের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন ।