অনলাইন ডেস্ক :
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, দেশে এখন আইনের শাসন নেই। মা-বোনদের নিরাপত্তা নেই। খালেদা জিয়াকে সরকার তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার একমাত্র কারণ তাকে সরকার ভয় পায়। খালেদা জিয়ার মুক্তি পেলে সরকারের গদি ঠিক থাকবে না।
বুধবার দুপুরে লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।