
অনলাইন ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব অফিস আদালত। চলছে ১০ দিনের সরকারি ছুটি। করোনা থেকে বাঁচতে পরামর্শ দেওয়া হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে। বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরে মানুষ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। আর যারা বের হচ্ছেন তারা পড়ছেন জেরার মুখে।
মানুষের ঘর থেকে বের হওয়া রোধ করতে ভিন্ন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার (২৮ মার্চ) বেলা ১২টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন পিপিএম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিও থেকে ভ্রাম্যমাণ দোকান চালু করার উদ্যোগের কথা জানা যায়।
৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে ওসি মহসিনকে মাইক হাতে ঘোষণা করতে দেখা যায়, ‘আপনারা ঘরে থাকুন, দোকানই যাবে আপনার ঘরে। ভুল শুনেননি, বাজার করতে আপনাদের আর দোকানে যেতে হবে না। দোকানই যাবে আপনার ঘরে। ঘরে থাকা মানুষদের সুবিধার্থে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) শুরু করেছে ভ্রাম্যমাণ দোকান ‘ডোর টু ডোর শপ’। আপনারা সিএমপির হট লাইন 01400 400 400 নাম্বারে অথবা কোতোয়ালিবাসী কোতোয়ালী থানার নাম্বার 619922 নাম্বারে ফোন করে প্রয়োজন বলবেন। আমরা দোকান নিয়ে হাজির হবো আপনার ঘরে। ঘরে থাকুন সুস্থ থাকুন।’
https://web.facebook.com/watch/?ref=external&v=639900533496261