নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর হাসপাতালে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের তিন সদস্যের একটি টিম দিনভর এ অভিযান চালিয়েছে। অভিযান চলাকালে তারা নাবিধ অনিয়মের সন্ধান পেয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টায় দুদকের উপ পরিচালক শুভ্র আহমেদ এর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম সাতক্ষীরা সদর হাসপাতালে প্রবেশ করেন। এসময় দুদকের সহকারী পরিচালক রাকিবুল ইসলামসহ তিন সদস্যের টিম উপস্থিত ছিলেন। বিকাল ৪টা পর্যন্ত চলা অভিযানে হাসপাতালের ল্যাবে নানাবিধ অনিয়ম বেরিয়ে আসে। এছাড়া ডা. মীর মাহফুজকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়। গত ৫ কর্ম দিবসে হাজিরা খাতায়ও এই কর্মকর্তার স্বাক্ষর ছিলনা। এছাড়া সম্প্রতি সিভিল সার্জনের কার্যলয়ে আউটসোর্সিং পদে জনপ্রতি আড়াই থেকে তিন লক্ষ টাকা ঘুষ বাণিজ্যের বিষয়টিও অভিযানে অংশগ্রহণকারীদের নজরে এনেছেন একটি পক্ষ। এই নিয়োগ বাণিজ্যের প্রধান কুশিলব সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী আশিকুর রহমান।
এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম সাতনদীতে জানান, এটি আমাদের এনফোর্টমেন্ট অভিযান। যা পেয়েছি, প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো।