নিজস্ব প্রতিবেদত: “তোমার স্বপ্ন অগ্রযাত্রা অহংকার আমার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার দিকনির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও এতিম কোরআনের হাফেজদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমআ সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক এস এম রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজহার আলী শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, সহ-সভাপত্বি ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সেলিম আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সেক্রেটারী শেখ আজিজুল হক, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম নয়ন, সাংবাদিক আব্দুল আলীম, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান ময়না প্রমুখ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এঁর ৭৭তম জন্মদিন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশের উন্নয়ন অগ্রগতি এবং দেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. সাব্বির হোসেন।
সদর উপজেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে এতিম হাফেজদের মাঝে খাবার বিতরণ
পূর্ববর্তী পোস্ট