
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চেয়ারম্যানের মৎস্য খামার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব অজেদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। মুজাহিদুর রহমান মিন্টুর সঞ্চালনায় সমাবেশে ইউপি সদস্য ইয়াছিন আলি, জি এম জালাল উদ্দীন, সাবেক ইউপি সদস্য কামরুল হুদা মিলন, উপজেলা ছাএলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিআরডিপি চেয়ারম্যান আঃ মান্নান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্চয় মিশ্র, আ’লীগ নেতা আবু সাঈদ, ঠিকাদার আঃ সালাম, পূজা উৎযাপন কমিটির সভাপতি দিপক মন্ডল, সম্পাদক সত্যজিৎ মন্ডল, ঢালিরচক দূর্গা মন্দির সভাপতি পিযুস কান্তি ঢালি, নাকতাড়া দূর্গা মন্দির সাঃ সম্পাদক দিপংকর মিশ্র, বিল বকচর কালি মন্দিরের সভাপতি সুধীর কৃষ্ণ মন্ডল, ইউনিয়ন ছাএলীগের সভাপতি রেজাউল ইসলাম, নাকতাড়া সার্বজনীন কালি মন্দিরে সম্পাদক তপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।