
মাসুদুর রহমান মাসুদ: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শনিবার বিকালে তিনি উক্ত এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, বানভাসী মানুষেদের জন্য প্রথমে ২৫ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়াও পরবর্তীতে ৩৫ মেট্রিকটন চাল সহ নগদ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে এবং পানিবন্দি এলাকার সাধারণ লোকজনদের নিরাপদ স্থানে আসার জন্য বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে খাবার স্যালাইন এবং ঔষধ দেওয়া হচ্ছে।
এ সময় তিনি বানভাসী মানুষদের দুঃখ লাঘবে সব সময় পাশে থেকে কাজ করার আশ্বাস প্রদান করেন।