
জি,এম আমিনুর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮২নং কলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে কলবাড়ী থেকে নওয়াবেকি রাস্তাটির পশ্চিম পার্শে হঠাৎ করে ফাটল দেখা দিয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ এ জায়গাটি থেকে ভাঙ্গনের দুশ্চিন্তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখান থেকে পানি ভেতরে প্রবেশ করলে এই এলাকার ৪শ’ পরিবার যে পুকুরের পানি খেয়ে জীবন ধারণ করে থাকে সেই মিষ্টি পানীর পুকুরটা ধ্বংস হওয়ার সহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, ইউনিয়নের একমাত্র প্রসূতি মায়েদের সেবাদান কেন্দ্র এফডবিলউসি হসপিটালসহ তলিয়ে যাবে কয়েক হাজার ঘের, ক্ষতি হবে সরকারি কোটির টাকার সম্পদ।
ভাঙ্গন কবলিত এলাকার মানুষের দাবি বেড়ীবাধের অবস্থা খারাপ তার ওপর আছে অবৈধ নাইনটির চাপ। ভাঙ্গন কবলিত জায়গা থেকে ১০০ গজের মধ্যে সদ্য নির্মিত নাইনটির ব্যাপারে মঙ্গলবার (১৩ মে) পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা এস ও সাহানাজ বেগমকে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেননি।
বেড়িবাঁধে ফাটল বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা (এসও )মুঠোফোনে বলেন, আমি আমার উচ্চপদস্থ স্যারদের নিয়ে ফাটল স্থান পরিদর্শন করেছি এবং ভিডিও ফুটেজ নিয়ে বিভাগীয় পানি উন্নয়ন বোর্ড অফিসে পাঠানো হয়েছে। অচিরেই ব্যবস্থা নেবেন বলে বিভাগীয় অফিস থেকে আমাকে জানিয়েছেন।
এ বিষয় নিয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান ভবতোষ মন্ডল বলেন, ফাটল স্থান আমি পরিদর্শন করেছি, পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে অচিরেই ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।