
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগরের মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী ত্রিপানী বিদ্যাপিঠে নিয়োগ বাণিজ্য, গোপনে বোর্ড বসিয়ে নিয়োগ দেওয়ার পায়তারার অভিযোগ উঠেছে।
সরজমিনে জানা গেছে, প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক সুন্দরবন গালস্ হাইস্কুল থেকে গত ১জানুয়ারী ২০১৩ সালে জেলেখালী ত্রিপানী বিদ্যাপিঠ স্কুলে যোগাদান করেন। বর্তমান স্কুলে ১৪ জন শিক্ষক, ১ জন অফিস সহকারী, ১ জন নৈশপ্রহরী ও ১ জন অফিস সহায়ক।
গত ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে দৈনিক দৃষ্টিপাত ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেন। প্রধান শিক্ষক আবুল কালাম জেলেখালী গ্রামের রাশিদুল কাগুজী ছেলে নির্জন (নিরাপত্তাকর্মী) পদ, কমলেশ মিস্ত্রি স্ত্রী ভবানী মিস্ত্রী (আয়া) পদ, অসীত মিস্ত্রির ছেলে শেখর (পরিছন্নতা) পদ দেওয়ার নাম করে ৩ জনের কাছ থেকে ৪৮ লাখ টাকার মধ্যে ৩০ লাখ টাকা গ্রহণ করেন বলে জানা গেছে।
৪৮ লাখ টাকার মধ্যে ৩ জনের কাছ থেকে ৩০ টাকা নিয়ে পরিক্ষার আগেই নিয়োগ প্রার্থী নির্বাচিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম মল্লিক। স্কুলের পাশের দোকানে শুনলেই বলে দিচ্ছি জেলেখালী গ্রামের রাশিদুল কাগুজী ছেলে নির্জন নিরাপত্তাকর্মী পদে, কমলেশ মিস্ত্রির স্ত্রী ভবানী মিস্ত্রী আয়া পদে, অসীত মিস্ত্রির ছেলে শেখর পরিছন্নতা কর্মী পদে চাকুরী পেয়েছেন।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি তথ্য দিতে অস্বীকার করেন। এবং বলেন, কবে বোর্ডের কমিটি হবে, পরিক্ষা হবে আর কারা অবেদন করেছে এটা আমাদের গোপনীয় বিষয়। পরিক্ষার পর জানানো হবে কারা নিয়োগ পেয়েছেন।