
মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে পানি নিয়ে গবেষণার কাজে নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা,বি) নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশিদ মাহামুদ (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বুধবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালিতাঘাটা নামক স্থানে রিসোর্ট কেন্দ্রে পানি নিয়ে গবেষনা করা কালীন সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: তৌহিদুর রহমান মৃত ঘোষনা করেন। তিনি ফেনী জেলার পানগাছিয়া গ্রামের মাহামুদুল হক তাহেরের পুত্র।
পরিবারের পক্ষ থেকে ছোট ভায়রা যশোর চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জানান, অধ্যাপক রাশিদ মাহামুদ ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি গত ২০মার্চ পানি নিয়ে গবেষনার জন্য শ্যামনগরে আসেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।