
আব্রাহাম লিংকন, শ্যামনগর: বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাতক্ষীরা জেলার শ্যামনগরের উপকূলীয় কৈখালীতে সাপখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ে মানবতা ও আদর্শ সমাজ গঠনে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপ কমিটির পরিচিতি ও আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় মানবতা ও আদর্শ সমাজ গঠনে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জিএম আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আলফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য গাজী নুর ইসলাম, এএম আল- আমীন, সহ-সভাপতি মো. আবু হাসান, সব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহেল রানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সদস্য সচিব মো. ফজেরালী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ নাহিদ, সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মনিরুজ্জামান মিশুক, সদস্য জাকির হোসেন প্রমুখ। মানবিক কাজের জন্য সবাইকে এগিয়ে এসে কাজ করার আহবান জানান, আদর্শ সমাজ গঠন,আদর্শ জীবন গঠন,পথপাগল ও অসহায়দের খাদ্য ও শীতবস্ত্র বিতরণ,অসহায় রোগীদের বিনামূল্যে রক্তদান কর্মসূচি গ্রহণসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। মানবতা ও আদর্শ সমাজ গঠনে,সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপ, এটি একটি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন সেবামূলক কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করে যাবেন বলে সকলে ঐক্যমত প্রকাশ করেন।