
আমজাদ হোসেন মিঠু ,শ্যামনগর: শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের পুষ্টি সহায়তা কেন্দ্র থেকে শ্যামনগর সদরে হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে সবজি ও পুষ্টি জাতীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকালে উপজেলার অগ্রণী ব্যাংকের সামনে দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সিডিও ইয়ুথ টিমের সহ সভাপতি মোঃ আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সদর ইউনিটের সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন সহ অন্যান্য সদস্যবৃন্দ। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, করোনা কালীন সময়ে এ কার্যক্রম চালু থাকবে।