
শ্যামনগর ব্যুরো: ভেজাল ও নিম্ন মানের খাদ্য সামগ্রী বাজারজাত করার সময় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সড়কে ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জর গিফারি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভেজাল লজেন্স ও আইসক্রিম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ধ্বংস সহ এবাদুল নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে।