
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
১৯৭১ সালের রনাঙ্গণে অকুতোভয় সৈনিক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান ঢালী(৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৯ মার্চ) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি উপজেলার ভ‚রুলিয়া ইউনিয়নের ভ‚রুলিয়া গ্রামের মৃত জহুর আলী ঢালীর পুত্র। শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমদেবনা জানিয়েছেন।