
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সোলায়মান(২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬আগষ্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোলায়মান ওই গ্রামে শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় এমদাদুল হক জানান, নিজ বাড়ীতে মোটরের লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।