শ্যামনগর সংবাদদাতা: বেসরকারি মানবাধিকার সংস্থা “নাগরিক উদ্যোগ ” এর আয়োজনে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষে শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২শে আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন এর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের প্রজেক্ট অফিসার সাইফুর রহমান এর সঞ্চালনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়ক রহিদুল ইসলাম, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রোগ্রাম অফিস, ওসিসি প্রণব বিশ্বাস, নাগরিক উদ্যোগের সহকারী বিভাগীয় সমন্বয়ক পলাশ দাশ প্রমুখ।
শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট