শ্যামনগর সংবাদদাতা: বেসরকারি মানবাধিকার সংস্থা "নাগরিক উদ্যোগ " এর আয়োজনে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষে শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২শে আগস্ট) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন এর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের প্রজেক্ট অফিসার সাইফুর রহমান এর সঞ্চালনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগের বিভাগীয় সমন্বয়ক রহিদুল ইসলাম, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রোগ্রাম অফিস, ওসিসি প্রণব বিশ্বাস, নাগরিক উদ্যোগের সহকারী বিভাগীয় সমন্বয়ক পলাশ দাশ প্রমুখ।