- প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ। সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল ম্যানেজার রাহাতুল আশেকিন, উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, ইউপি সদস্য মকিন্দ পাইক প্রমুখ। সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার এসএম মনোয়ার হোসেন ও ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মো. আবুল হাশেম মিয়া।