
ভ্রাম্যমাণ প্রতিনিধি: শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন লীফ ফার্মার বিশ্বজিৎ মন্ডল ও তাদের সহযোগী দালালদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে উপকূলীয় প্রান্তিক মৎস্য চাষীদের প্রণোদনা তালিকা প্রণয়নে অর্থের বিনিময়ে, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও প্রকৃত মৎস্য চাষীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে দূর্নীতিবাজ মৎস্য কমকতা তুষার মজুমদারের অপসারণের ও দালালদের তদন্ত মূলক শাস্তির দাবি জানান।
বৃহস্পতিবার (৪ মার্চ ) বিকাল ৫ টায় প্রকৃত প্রান্তিক মৎস্য ও ঘের ব্যবসায়ীদের আয়োজনে আবাদচন্ডিপুর বাজারে কয়েক শতাধিক ঘের ব্যবসায়ীদের অংশগ্রহণে মানববন্ধনে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য আবিদ হাসান।
মৎস্য চাষী হারুনার রসিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৎস্য চাষী গাজী আশরাফুজ্জামান, সাবেক সেনা সদস্য রুস্তম আলী,আ: সালাম, ফজলুল হক ঘের ব্যবসায়ী আব্দুল সাত্তার মোড়ল, আব্দুল আলিম, মোমিনুর রহমান প্রমুখ।