নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে একটি ডেকোরেটর দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে বুধবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটী বাজারে।
ক্ষতিগ্রস্থ লিটন সাউন্ড এন্ড ডেকোরেটর নামের ওই দোকানটির মালিক মোঃ লিটন জানিয়েছেন, খুব সকালে ধোঁয়া ও আগুনের কুন্ডলী দেখে স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে পুড়ে গেছে প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রাংশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
কালিগঞ্জ ফায়ার স্টেশনের সাব অফিসার মোঃ আলী আকবর জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। কিন্তু তার আগেই দোকানে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান সম্পর্কে তিনি জানেন না বলে জানিয়েছেন।
কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান জি.এম আনিসুজ্জামান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভস্মীভূত দোকানে সাউন্ড সিস্টেমের অনেক মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারনেই আগুন লেগেছে বলে জানান তিনি।